Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় জলকামান দিয়ে জীবাণুনাশক ছিটালো পুলিশ

লোহাগাড়ায় জলকামান দিয়ে জীবাণুনাশক ছিটালো পুলিশ

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জলকামান দিয়ে ১২ হাজার লিটার জীবাণুনাশক ছিটালো পুলিশ।

সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া হতে চুনতি পর্যন্ত লোহাগাড়া সীমানায় এ জীবাণুনাশক ছিটানো হয়েছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকের হোসাইন মাহমুদ চুনতি ডেপুটি বাজারে জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম।

ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া সীমানায় ১২ হাজার লিটার জীবাণুনাশক ছিটানো হয়েছে।

এছাড়া, ইতোমধ্যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে লোহাগাড়া থানা পুলিশ জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট ও মাস্ক বিতরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!