Home | দেশ-বিদেশের সংবাদ | রোহিঙ্গাদের ফেরত নিতে চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র: সাইমন হেনশ

রোহিঙ্গাদের ফেরত নিতে চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র: সাইমন হেনশ

K H Manik Pic 03-11-2017 (2)

কায়সার হামিদ মানিক, উখিয়া : যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইমন হেনশ বলেছেন, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামীতে তারা আরও চাপ সৃষ্টি করবে। গতকাল শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সাইমন হেনশ বাংলাদেশের প্রশংসা করে বলেন, বাংলাদেশের মতো একটি ছোট দেশ এই বিপুল সংখ্যক মানুষকে আশ্রয় দিয়েছে, যা নজিরবিহীন। আমরা এই সংকটময়কালে বাংলাদেশের পাশে আছি এবং থাকবো। এর আগে ২২ সদস্যের একটি মার্কিন প্রতিনিধি দল সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে। পরে তারা দুপুরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এসময় রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি দেখেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এছাড়াও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর শিশুদের বিভিন্ন স্কুল পরিদর্শন করেন এবং শিশুদের সাথে কিছুক্ষণ সময় কাটান। প্রতিনিধি দলের অন্যান্যরা হলেন- গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরো ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কট বাসবি, দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টম ভাজদা, পূর্ব-এশিয়া ও প্যাসিফিক বিষয়ক ব্যুরোর অফিস ডিরেক্টর প্যাট্রিসিয়া মাহোনি। উল্লেখ্য, মার্কিন প্রতিনিধিদলটি একইভাবে মিয়ানমার সফর করবেন। এসময় মিয়ানমারে কূটনীতিক সম্প্রদায়, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, জাতিসংঘসহ আন্তর্জাতিক ও এনজিও অংশীদারদের সঙ্গে চলমান সংকট নিয়ে আলোচনা করবেন। রাখাইনে তারা শর্তহীনভাবে ত্রাণ সংস্থা ও সংবাদকর্মীদের প্রবেশের অনুমতি চাইবেন। এছাড়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যেন সসম্মানে ও নিরাপদে রাখাইনে প্রত্যাবাসন-প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!