Home | দেশ-বিদেশের সংবাদ | উখিয়ায় রোহিঙ্গার ঘর থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার

উখিয়ায় রোহিঙ্গার ঘর থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার

K H Manik Pic 03-11-2017 (1)

কায়সার হামিদ মানিক, উখিয়া : রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লকে চলছে মাদকের ব্যবসা এমন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সকাল ১১টার দিকে বালুখালি-১ অস্থায়ী ক্যাম্পে অভিযান চালিয়ে ব্লক -আই -৯ এর নূর আলমের ঘরের চাউলের বালতির মধ্যে ১০ পুরিয়া গাঁজা, ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাটি খুঁড়ে একটি বয়ামে প্রায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন করেন বালুখালি-১ অস্থায়ী ক্যাম্পের ক্যাম্প-ইন-চার্জ ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় কক্সবাজারে সংযুক্ত সোহেল রানা। অভিযানের খবর পেয়ে পালিয়ে যান নূর আলম। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে রোহিঙ্গা ক্যাম্পে রমরমা মাদক ব্যবসা চলছে। সন্দেহভাজন কয়েকজনের ঘর তল্লাশি করা হয়। একজনের বাসা থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পলাতক ওই রোহিঙ্গার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!