Home | দেশ-বিদেশের সংবাদ | বুয়েট ছাত্রলীগের ১১ নেতা বহিষ্কার

বুয়েট ছাত্রলীগের ১১ নেতা বহিষ্কার

33250120191007192712

নিউজ ডেক্স : বাংলাদেশ ছাত্রলীগ সোমবার রাতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আরবার ফাহাদ হত্যার ঘটনায় সংগঠনের ১১ জন নেতাকে বহিষ্কার করেছে।

ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রোনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারকে (২২) বুয়েটের শেরে বাংলা হলে পিটিয়ে হত্যা করা হয়।

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখা ভট্টাচার্য এক বিজ্ঞপ্তিতে বুয়েট শাখার ১১ নেতাকে স্থায়ীভাবে বহিস্কারের কথা জানান।

বহিস্কৃত নেতারা হলেন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সহ-সভাপতি মুহতাসিম ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার, ক্রীড়া সম্পাদক মিফতাহুল ইসলাম জিয়ন, সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মনির, সমাজ সেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল, উপ-দফতর সম্পাদক মুজতবা রাফিদ এবং সদস্য মুনতাসির আল জেমী, ইহতেমাসুল রাব্বি তানিম ও মুজাহিদুর রহমান।

এদিকে বুয়েটের শিক্ষার্থী আবরার ফুয়াদকে পিটিয়ে হত্যার দায়ে অভিযুক্ত বুয়েট শাখা ছাত্রলীগের ১০ জনকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

আবরারের বাবা ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা দায়ের করেন। অপর ৯ জন ফলাতক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!