ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব

বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব

bipu-sm-20170906151340

নিউজ ডেক্স : গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, সরকার যদি জ্বালানি অামদানিতে সহায়তা দেয় তাহলে দাম না বাড়ালেও চলবে।

বুধবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছরই বিদ্যুতের দাম বাড়ানোর বিষয় নিয়ে মন্ত্রণালয় থেকে প্রস্তাবনা দেয়া হয়। তারই অংশ হিসেবে এবারও প্রস্তাব করা হয়েছে।

তিনি আরও বলেন, ২০১৮ সালের মধ্যে দেশের মানুষের মাঝে শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এ জন্য জাতীয় গ্রিডে অারও ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। অাগামী ১০ সেপ্টেম্বর অাশুগঞ্জে ৪৫০ মেগাওয়াট ও কেরানীগঞ্জে ১০৮ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পাওয়ার প্লান্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, ২০১০ সালের ১ মার্চ থেকে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর পর্যন্ত ছয় বছরে পাইকারি পর্যায়ে পাঁচবার এবং খুচরা গ্রাহক পর্যায়ে সাতবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!