ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | দোহাজারী হাইওয়ে থানার পৃথক অভিযানে ৪৫ হাজার ইয়াবাসহ আটক ৫

দোহাজারী হাইওয়ে থানার পৃথক অভিযানে ৪৫ হাজার ইয়াবাসহ আটক ৫

29250375_179440839359532_2026851762_o

এলনিউজ২৪ডটকম : দোহাজারী হাইওয়ে থানা পুলিশের পৃথক অভিযানে ৪৫ হাজার ইয়াবাসহ ৫ জনকে আটক করা হয়েছে। গত ২২ ও ২৩ মার্চ  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী হাইওয়ে থানার সীমানায় এ অভিযান পরিচালনা করা হয়। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

29547065_179440909359525_2012121142_n
জানা যায়, গত ২৩ মার্চ রাতে লোহাগাড়া উপজেলাধীন পদুয়া নয়াপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি পিকআপে (চট্টমেট্রো-ন-১১-৬৪০৯) তল্লাশী চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হল কক্সবাজারের মহেলাশখালী হারিয়ার ছড়ার জাফর আহমদের পুত্র মোঃ সৈয়দ (৩০) ও কক্সবাজার সদরের কলাতলীর মৃত কবির আহমদের পুত্র আবদুল হামিদ (৪০)। এ সময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১৫ লক্ষ টাকা বলে জানা গেছে।

একইদিন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের জামিরজুরি রাস্তার মাথায় চট্টগ্রাম শহরমুখী একটি পিকআপে (চট্টমেট্রো-ন-১১-৬১৬৫) অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ ড্রাইভারকে আটক করা হয়। আটককৃত শফিক আলম (৩২) টেকনাফ সাবরাং ইউনিয়নের পুরান পাড়ার আলী আহমদের পুত্র। এ সময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৯০ লক্ষ টাকা বলে জানা গেছে।

29341035_179440906026192_2144797251_n
এছাড়া গত ২২ মার্চ সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের দোহাজারী ব্রীজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী হানিফ পরিবহণের বাসে (ঢাকামেট্রো-ব-১১-২৩৭৫) অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হল কক্সবাজারের রামু পশ্চিম মেরাংলুয়ার আবু তাহেরের পুত্র শাকিল উদ্দিন (২২) ও একই উপজেলার জোয়ারা নালার ইলিশা পাড়ার সৈয়দ হোসেনের পুত্র মোঃ হাবিবুল্লাহ (৩৫)। তল্লাশী চালিয়ে বাসের ড্রাইভারের সিটের নিচে বিশেষ কায়দায় লুকায়িত ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। এ সময় বাসটিও জব্ধ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!