ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চবি’র ছাত্রকে অপহরণের পর লাখ টাকা চাঁদা দাবি

চবি’র ছাত্রকে অপহরণের পর লাখ টাকা চাঁদা দাবি

55638_mamdudur

নিউজ ডেক্স : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রকে অপহরণের পর লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের বিরুদ্ধে। অপহৃত ছাত্রের পরিবারের সদস্যরা এ অভিযোগ এনেছেন।

অপহরণকারীরা চবি ছাত্রলীগের সাবেক কমিটির যুগ্ম সম্পাদক আবু সাইদের অনুসারী বলে জানা গেছে। অপহৃত শিক্ষার্থীর নাম মামদুদুর রহমান। তিনি ভাষা বিজ্ঞান ইনস্টিটিউটের ২০১৫-১৬ বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অপহৃত ওই শিক্ষার্থী রবিবার দুপুর পৌনে তিনটার দিকে জিরো পয়েন্টে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারেরর সামনে থেকে সিএনজি অটোরিকশায় উঠেন। এ সময় আবু সাঈদের এক অনুসারী  কিছু কথা আছে বলে তাকে নামিয়ে নেয়।

পরবর্তীতে মামদুদুরের মোবাইল থেকে কল করে পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করে। পরে পরিবারের পক্ষ থেকে বিকাশে পাঁচ হাজার টাকা পাঠালে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী তার কোনও হদিস মেলেনি।

এ বিষয়ে  সাবেক কমিটির যুগ্ম সম্পাদকক আবু সাইদ  বলেন, ‘যারা শিক্ষার্থী অপহরণ করে চাঁদাবাজি করেছে তারা আমার অনুসারী নয়।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র  বলেন, ‘আমরা এ ধরনের একটা ঘটনার খবর পেয়েছি। বিষয়টি আমরা দেখছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!