ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তা খুনের ঘটনায় তিন জন গ্রেপ্তার

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তা খুনের ঘটনায় তিন জন গ্রেপ্তার

ee257e0d5d4a4bbe0ffa68e0986a40a7-Arrest

নিউজ ডেক্স : চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তা খুনের ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রপ্তার হওয়া তিন জন নিহতের ছেলের বন্ধু। চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে টানা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পিবিআইর পরিদর্শক সদ্বীপ দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্তে সজল নন্দীর স্কুলপড়ুয়া ছেলের বন্ধুদের সম্পৃক্ততা প্রমাণ পাওয়ায় তাদের আমরা গ্রেপ্তার করেছি। অভিযান চলছে, পুরোপুরি শেষ হলে বিস্তারিত জানানো হবে  বলেন সদ্বীপ। তেবে কী কারণে সজলকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি পিবিআই।

এদিকে পিবিআই কর্মকর্তারা বলছেন, এই তিনজন খুনের সঙ্গে সরাসরি জড়িত। গ্রেপ্তার তিনজনের মধ্যে একজন ১৮ বছর বয়েসী জয় নগরীর একটি কলেজ থেকে গত বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। অন্য দুইজন ১৬ বছর বয়েসী। তারা মাধ্যমিক শ্রেণির ছাত্র। গত রবিবার সকালে নগরীর বন্দর থানা সল্টগোলা ক্রসিং এলাকার নিজ বাসা থেকে রূপালী ব্যাংক কর্মকর্তা সজল নন্দীর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের পর সজলের ভাই বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা করেন। বন্দর থানা পুলিশের পাশাপাশি পিবিআই মামলার তদন্ত শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!