ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | কৃষক লীগের নতুন সভাপতি সমীর, সাধারণ সম্পাদক কুলসুম

কৃষক লীগের নতুন সভাপতি সমীর, সাধারণ সম্পাদক কুলসুম

kirww

নিউজ ডেক্স : আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন কৃষক লীগের সভাপতি হিসেবে সমীর চন্দ্র এবং সাধারণ সম্পাদক হিসেবে উম্মে কুলসুমকে মনোনীত করা হয়েছে। এর আগের কমিটিতে তারা দুজনই যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি হিসেবে ১৩ জন এবং সাধারণ সম্পাদক হিসেবে ১১জন প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রার্থী‌দের সঙ্গে বসে বেশ কিছুক্ষণ বৈঠক করেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

নতুন সভাপতির দায়িত্ব পাওয়ায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে সমীর চন্দ্র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গুরুদায়িত্ব আমাকে দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করব। বাংলার কৃষকের মুখে হাসি ফোটাতে কৃষক লীগ কার্যকর ভূমিকা রাখবে। একইসঙ্গে দলের সকল কর্মসূচি সফল করতে দলীয় নেত্রীর হাত শক্তিশালী করতে কৃষক লীগ অগ্রণী ভূমিকা রাখবে।’

নতুন সাধারণ সম্পাদক উম্মে কুলসুম বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হা‌সিনা আমাদের ওপর আস্থা রেখে যে নতুন দায়িত্ব অর্পণ করেছেন, সেই আস্থার প্রতিদান দিতে আমরা প্রস্তুত রয়েছি। সারাবাংলার কৃষকদের সংগঠিত করে কৃষক লীগ আরও শক্তিশালী হবে।’

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আগের কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা বলেন, ‌‘নেত্রী যে নতুন কমিটি মনোনীত করেছেন, তাদের অভিনন্দন জানাই। তাদের নেতৃত্বে কৃষক লীগ আরও বেশি সংগঠিত হবে বলে আমি বিশ্বাস করি। সংগঠনের অভিভাবক হিসেবে আমি সবসময় পাশে থাকব। যে কোনো প‌রি‌স্থি‌তি‌তে যে কোনো প্রয়োজনে কৃষক লীগের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব।’

নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘সভাপতি হিসেবে ১৩ জন এবং সাধারণ সম্পাদক হিসেবে ১১ জনের নাম প্রস্তাব এসেছে। সেখান থেকে আমরা আলাপ-আলোচনা করেছি। নেত্রীর (আওয়ামী লীগ সভাপ‌তি শেখ হা‌সিনা) সঙ্গে আলোচনা করে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করার সিদ্ধান্ত হয়েছে। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী সাতদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করবে।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ বি এম মোজাম্মেল হক, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

বুধবার (৬ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের জাতীয় সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!