Home | দেশ-বিদেশের সংবাদ | উখিয়া-টেকনাফে ৯ লাখ ৫হাজার রোহিঙ্গা বায়োমেট্টিক নিবন্ধন সম্পন্ন

উখিয়া-টেকনাফে ৯ লাখ ৫হাজার রোহিঙ্গা বায়োমেট্টিক নিবন্ধন সম্পন্ন

BG-ROHINGA-120171113200619

কায়সার হামিদ মানিক, উখিয়া : মিয়ানমার সেনা নির্যাতনের মূখে এদেশে পালিয়ে এসে উখিয়া-টেকনাফের ১২টি অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নেওয়া ৯লাখ ৫হাজার ৪৬২জন রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন হয়েছে। খৃষ্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষ্যে সোমবার নিবন্ধন কার্যক্রম বন্ধ ছিল। মঙ্গলবার থেকে যথারীতি রোহিঙ্গা নিবন্ধন কার্যক্রম চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রবিবার কক্সবাজারের সীমান্ত ব্যাংক উদ্ভোধনকালে বিজিবি’পর মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন সীমান্ত রেখায় ও ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের ক্যাম্পে ফিরে নেওয়া হবে। এবং তাদেরকেও বায়োমেট্টিক পদ্ধতিতে নিবদ্ধনের আওতায় নিয়ে আসা হবে। বাংলাদেশ পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন অধিদপ্তরের উপ-পরিচাক আবু নোমান মুহাম্মদ জাকের হোসেন বলেন, রবিবার পর্যন্ত ৯লাখ ৫হাজার ৪৬২জন রোহিঙ্গার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!