Home | দেশ-বিদেশের সংবাদ | উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪

উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪

K H Manik Pic Ukhiya Cox 03-05-2018 (1)

কায়সার হামিদ মানিক, উখিয়া : কক্সবাজারের উখিয়ায় র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবা সহ ৪ জনকে আটক করেছে। জানা যায়, পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজার এলাকা থেকে ২০হাজার পিস ইয়াবা সহ ৩ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২ মে (বুধবার) রাতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে বালুখালী ক্যাম্প-১, ব্লক-বি-৫২ এর মো: সৈয়দ হোসেনের ছেলে মোঃ সোহেল (২৫), থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প ব্লক-এ-৭ এর মৃত আবদু সালাম এর ছেলে মোঃ জিয়াউল হক (২২), থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি মৃত জালাল আহম্মেদ এর ছেলে মোঃ ইরফান (২০) আটক করা হয়। এ সময় আটককৃতদের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৮০ লক্ষ টাকা বলে র‌্যাব জানিয়েছে।

এদিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার বালুখালীস্থ শাহপরীরদ্ধীপ হাইওয়ে পুলিশের অভযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারী আটক হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৪০ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছেন। এ সময় ইয়াবা বহনকারী পিকআপ গাড়ীটিও জব্দ করা হয়েছে। ২ এপ্রিল দিবাগত রাত পৌণে ৮ টার দিকে টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী চট্ট-মেট্টো-ন- ১১-৬৬৭৫ পিকআপে এই অভিযান পরিচালনা করেন শাহপরীরদ্ধীপ হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই রাজেস বড়ুয়ার নেতৃত্বে চৌকষ পুলিশীদল। আটক পাচারকারী টেকনাফের সাবরাং ইউনিয়নের উত্তর পাড়ার মৃত মোঃ হোসাইনের ছেলে গাড়ী চালক নজির আহমদ(৩৫)। আটক ইয়াবা, পাচারকারী ও জব্দ গাড়ীর ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে উখিয়া থানায় সোর্পদ পুর্বক ধৃত ব্যক্তিকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে এসআই রাজেস বড়ুয়া জানান। আটক অভিযানে সাথে ছিলেন শাহপরীরদ্ধীপ হাইওয়ে পুলিশের টু-ইনচার্জ এএসআই ননী বড়ুয়া, সাহসী গাড়ী চালক সন্তময় চাকমা সহ অন্য ফোর্সরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!