Home | দেশ-বিদেশের সংবাদ | উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

K H Manik Ukhiya Pic 28-01-2018

কায়সার হামিদ মানিক, উখিয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। রবিবার (২৮ জানুয়ারি) দুপুর ১টায় বিমান যোগে তিনি কক্সবাজার আসেন। দুপুর আড়াইটা থেকে পৌনে ৪টা পর্যন্ত উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী অস্থায়ী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে ইন্দোনেশিয়া পরিচালিত অস্থায়ী ফ্রি মেডিক্যাল ক্যাম্প, একটি রোহিঙ্গা শিশুদের স্কুল ও রোহিঙ্গাদের বিশুদ্ধ পানীয় জলের শোধনাগার পরিদর্শন করে সাংবাদিকদের ব্রিফিং করেন। সাংবাদিকদের ব্রিফিংকালে জোকো উইদোদো বলেন, রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দিয়ে বাংলাদেশ মহানুভবতার পরিচয় দিয়েছেন। তার জন্য বাংলাদেশের উচ্চকিত প্রশংসা করেন। তিনি আরো বলেন রোহিঙ্গাদের সহায়তায় ইন্দোনেশিয়া এবং তার জনগন পাশে আছে, ভবিষ্যতেও পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। এরপর বিকাল ৪টায় তিনি ক্যাম্প ছেড়ে কক্সবাজারের উদ্দ্যেশে রওনা হন। এ সময় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের স্ত্রী ইরিয়ানা জোকো উইদোদো, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, শরণার্থী সচিব আবুল কালাম, উখিয়া সার্কেল চাউলাউ মার্মা, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) একেরামুল সিদ্দিক সহ বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা ও প্রশাসনের কর্তা ব্যক্তি এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা দেখতে দুই দিনের সফরে শনিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশে আসেন। শনিবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে বাংলাদেশে তার সরকারি সফর শুরু হয়। গণভবনের নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন। এরপর আজ (২৮ জানুয়ারী) রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর দুপুরে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার আসেন জোকো উইদোদো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!