ব্রেকিং নিউজ
Home | উন্মুক্ত পাতা | আজ সেক্টর কমান্ডার শহীদ মেজর নাজমুল হক’র মৃত্যুবার্ষিকী

আজ সেক্টর কমান্ডার শহীদ মেজর নাজমুল হক’র মৃত্যুবার্ষিকী

556

এলনিউজ২৪ডটকম : আজ ২৭ সেপ্টেম্বর লোহাগাড়ার কৃতিসন্তান সেক্টর কমান্ডার শহীদ মেজর নাজমুল হকের মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৭১ সনের মুক্তিযুদ্ধকালীন ৭নং সেক্টরের প্রথম কমান্ডারের দায়িত্বপালনরত অবস্থায় সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। লোহাগাড়া উপজেলার সন্তান হয়েও শহীদ মেজর নাজমুল হক চিরনিদ্রায় শায়িত আছেন চাপাইনবাবগঞ্জের ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণে। লোহাগাড়ানিউজ২৪ডট পরিবার তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

এদিকে, শহীদ মেজর নাজমুল হককে মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব প্রদানের দাবি তুলেছে একুশে পরিষদ নওগাঁ।

এ উপলক্ষে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। বুধবার সকাল ৯টা থেকে ঘণ্টাব্যাপী শহরের নওজোয়ান মাঠের সামনে রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি অ্যাড. ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপদেষ্টা ডা. ময়নুল হক দুলদুল, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, মুর্ত্তজা রেজা, মোহাম্মদ বিন আলী পিন্টু, সহ-সাধারণ সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক এমএম রাসেল, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু দেবনাথ প্রমূখ।

বক্তরা বলেন, রাষ্ট্রীয় সম্মাননা না পেলেও জনতার কাছে তিনি একজন প্রকৃত বীর। তিনিই একমাত্র সেক্টর কমান্ডার, যিনি যুদ্ধকালীন সময়ে মৃত্যুরণ করেছিলেন। মুক্তিযুদ্ধের সময়কালে তিনি সম্মুখ যুদ্ধেই কেবল অংশ নেননি, একই সঙ্গে স্থানীয় যুবকদের প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন লড়াই করার জন্য। ৭নং নম্বর সেক্টরের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, লোহাগাড়া উপজেলা আমিরাবাদের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান নাজমুল হক। ১৯৩৮ সনের ১১ আগষ্ট জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা এডভোকেট হাফেজ আহমদ ছিলেন জেলা ম্যাজিষ্ট্রেট। ঢাকা আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে (বর্তমান বুয়েট) দ্বিতীয় বর্ষে পড়া অবস্থায় পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন নাজমুল হক। ১৯৬২ সনের ১৪ অক্টোবর নাজমুল হক পাকিস্তান সেনাবাহিনীতে আর্টিলারী কোরে কমিশন লাভ করেন। আর্টিলারী ইউনিট, সেনাসদন ও গোয়েন্দাবাহিনীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ১৯৬৫ এর পাক-ভারত যুদ্ধে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!