Home | সাহিত্য পাতা | আমার মনের ইচ্ছা

আমার মনের ইচ্ছা

504

____মুহাম্মদ সোলাইমান____

ছোট্ট বেলায় ইচ্ছে ছিল, কবি আমার হতে,
সে আশাটি করল পূরণ প্রভূ এ ধরাতে।
ইচ্ছে ছিল হতাম যদি বড় জ্ঞানী-গুণী,
সেটাও পূরণ হতে পারে পড়লে প্রভুর বাণী।
কিশোর বেলায় ভালবাসী অন্য পাড়ার মেয়ে,
মনে কষ্ট লেগেছিল প্রেমের সাড়া না পেয়ে।
এখন আমার মনের মধ্যে ইচ্ছে জাগে কি যে,
সে কথাটি ভাবতে গেলে নয়ন জলে ভিজে।
সেই সনে মোর উতাল-পাতাল ইচ্ছা ছিল কত,
গাইব গান সুরে উড়ে যাব পাখিদের মত।
মনেতে মোর ইচ্ছে ছিল আরো কত কি যে,
কতো জায়গা ঘুরতে যাব নতুন কিছু খোঁজে।
যৌবনে মোর ইচ্ছে হবে আরো কত কিছু,
সত্য পথে পণ করেছি যাব না লোভের পিছু।
ইচ্ছে করে গিয়ে দাঁড়াব নির্যাতিত রোহিঙ্গাদের পাশে,
মন আর বাঁধা সহেনা তাদের গভীর ভালবেসে।।
ইচ্ছে ছিল আমার জীবন সঙ্গিনী শিক্ষিত গুণী হবে,
সেটাও আল্লাহ করেছে পূরণ, এবার তো বিয়ে হবে।
বৃদ্ধকালে মনে করব মরণ একদিন হবে,
মাপ করগো প্রভু আমার মন্দ যা করেছি ভবে।
দিবানিশি ঘনিয়ে আসে মৃত্যু যখন পাশে,
স্বর্গের আশা করব তখন  নবীকে ভালবেসে।
সেদিন আর প্রভুকে ডাকার সময় পাব না যে,
মৃত্যু আমার আসবে পাশে সকাল বিকেল-সাঁঝে।
এখন থেকে পণ করেছি পড়ব প্রভুর বানী,
নবীর সুন্নাহ পালন করলে স্বর্গ পাব জানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!