Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | আগামীকাল কলাউজানে অনুষ্ঠিত সীরতুন্নবী (সা.) মাহফিলের শেষদিন

আগামীকাল কলাউজানে অনুষ্ঠিত সীরতুন্নবী (সা.) মাহফিলের শেষদিন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজানে অনুষ্ঠিত ৫দিন ব্যাপী ৩৩তম পবিত্র ঈদে মিলাদ ও সীরতুন্নবী (সা.) মাহফিলের সমাপনী দিবস আগামীকাল ২১ ফেব্রুয়ারী শুক্রবার। প্রখ্যাত আলেমেদ্বীন আলহাজ্ব শাহ মাওলানা ফতেহ আলী ফরায়েজি (রা.) কর্তৃক প্রবর্তিত এই মাহফিল গতো ১৭ ফেব্রুয়ারী হতে শুরু হয়েছে।

সমাপনী দিবসে দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ তাকরীর পেশ করবেন। সালাতুল আছরের পর হতে কুরান-হাদিছের আলোকে তাকরীর পেশ করবেন যথাক্রমে পশ্চিম কলাউজান মসজিদে বায়তুল্লাহ শাহ্ মাওলানা ফতেহ আলী পাড়ার খতিব মাওলানা মোঃ মহিউদ্দিন মাহমুদ, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার ছাত্র মাওলানা মোঃ জিহান উদ্দিন ফারুখী, কলাউজান শাহ্ রশিদিয়া ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইউসুফ, সাতাকনিয়ার জামিয়া ওবাঈদিয়া মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা জসিম উদ্দিন মজিবাহ, পশ্চিম কলাউজান ফতেহ আলী হোসাইনিয়া এবতেদায়ী মাদ্রাসার সুপার মাওলানা আবু বকর, আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা গাজী মোস্তাক আহমদ, চট্টগ্রামের বহুতলা সরকারি কলোনী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ খোরশেদ আলম গাজী, চট্টগ্রামের কেন্দ্রীয় বায়তুশ শরফের প্রধান মুবাল্লিগ আলহাজ্ব মাওলানা শিহাব উদ্দিন ও খুলনা বাগেরহাটের হাফেজ ক্বারী মাওলানা মুজিবুর রহমান।

শুক্রবার দিবাগত রাত ১২টায় আখেরী মুনাজাতের মাধ্যমে ৫ দিন ব্যাপী ৩৩তম পবিত্র ঈদে মিলাদ ও সীরতুন্নবী (সাঃ) মাহফিল শেষ হবে। -খবর প্রেস বিজ্ঞপ্তির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!