Home | দেশ-বিদেশের সংবাদ | অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকলে মালিক সমিতির বিরুদ্ধে ব্যবস্থা : ডিএনসিসি মেয়র

অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকলে মালিক সমিতির বিরুদ্ধে ব্যবস্থা : ডিএনসিসি মেয়র

111932100335_pic

নিউজ ডেক্স : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘রাজধানীতে যেসব মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং সেন্টার আছে সেগুলোতে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। যদি কোনও মার্কেট কিংবা ভবনে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকে তাহলে সংশ্লিষ্ট মালিক এবং দোকান মালিক সমিতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আজ শনিবার ভোর পৌনে ৬টার দিকে রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুন লাগে। সকাল সাড়ে আটটার দিকে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে সকাল ৮টার দিকে ঘটনাস্থলে যান মেয়র আতিকুল ইসলাম। এ সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘মার্কেটটিতে এর আগে যখন আগুন লাগে তখন অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। এখনও অগ্নিনির্বাপণের কোনও ব্যবস্থা নেই।’

তিনি আরো বলেন, ‘আমরা এখানে ডিএনসিসি স্থায়ী মার্কেট করতে চেয়েছিলাম। কিন্তু মামলার জটিলতা আছে। আমরা এই মামলার নিষ্পত্তি করে যত দ্রুত সম্ভব স্থায়ী মার্কেটের দিকে যাব। যেখানে অগ্নিনির্বাপণসহ ব্যবসায়ীদের যাবতীয় সুযোগ-সুবিধা থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!