Home | শীর্ষ সংবাদ | স্বাধীনতার গল্প

স্বাধীনতার গল্প

16

______জেসমিন সুলতানা চৌধুরী______

শুনো হে নবীন,
শুনো হে তরুণ!
একটি গল্প শুনো।
আমরা ছিলাম পাকিস্তানের অধীনে,
আজকের এ স্বাধীনতা আসেনি একদিনে,
উর্দুতে বলবে কথা,
শাসক জোর গলায় জানায় তখন ভাষণে।
প্রতিবাদী তরুণদের দল
ভাঙলো ১৪৪ ধারা
বুক পেতে দিল বুলেটের সামনে
যাদের রক্তের বিনিময়ে পেয়েছি মায়ের ভাষা
তাদেরকে তোমরা নিও চিনে ।
অবিচার, অনাচার থেকে মুক্তি পেতে
লক্ষ লক্ষ ছাত্র জনতা যুদ্ধ করেছে প্রাণপণে,
অর্ধাহারে ,অনাহারে কেটেছে কতশত দিবা-রজনী
চোখের সামনে সঙ্গীর রক্তে ভেজা নিথর দেহ,
দেখে ও দু’ফোটা অশ্রু ফেলতে পারেনি
সব প্রতিকূলতা করেছে তাঁরা ছিন্ন
এতটুকু প্রাণের মায়া তাঁরা করেনি
নিয়েছে শপথ শত্রু মুক্ত করবে নিজ ভূমি।
মাথায় হাত বুলিয়ে করেছে দোয়া মা জননী,
অপেক্ষায় থেকেছে আসবে স্বামী-সন্তান,
কিন্তু দেশের তরে
তাঁরা উৎসর্গ করেছে নিজেদের প্রাণ।
উৎসর্গ করেছে মা বোনেরা তাদের সম্ভ্রম,
তবু পিছু হটেনি বাংলা মায়ের দামাল ছেলেরা,
ছিনিয়ে এনেছে স্বাধীনতার রক্তিম সূর্য,
তাদের রক্তের মূল্যে
আমরা পেয়েছি লাল সবুজের পতাকা
আমরা পেয়েছি স্বাধীনতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!