____ফিরোজা সামাদ____
অাজ শুধু কাঁদিতে চাইনা
করিতে চাই চিৎকার ,
ধর্ষিতা খুনের বর্ণহীন রক্তে
বিবেক দেয় ধিক্কার !!
ধর্ষকের উল্লাসে নির্বাক অাজ
বিবেকের রুদ্ধ দুয়ার,
দিনের অালোয় খুনের মাতম
নেই কোনো তার বিচার !!
নির্বাক চোখে দেখছি চেয়ে
বিচারের নামে প্রহসন,
মিথ্যের অাড়ালে হাহাকার করে
বিবেকের নীরব জাগরণ !!
কতো কান্না কতো বেদনা
চিত্তে হাহাকার ক্রন্দন,
বিচারের দুয়ারে উন্নত শিরে
খুনিদের শতো অাস্ফালন !!
খুন ধর্ষণ দুর্নীতি রাহাজানি
নিত্যদিনের খবর,
এমন কে অাছে এই বাংলায়
এসবের দিবে কবর ?
দেখবো কবে মায়ের কোলে
নিশ্চিন্ত সন্তান ঘুমায়,
দেখছি দু’চোখে বিচারের বিবেক
চলে গিয়েছে কোমায় !!
তবুও রয়েছি বুকের গহীনে
লুকিয়ে কিছু অাশায়,
অাঁখিদ্বয় মোর যাবে হয়তো
ছানি পড়ে কুয়াশায় !!
একদা হবে অালোকিত ভোর
রেশমী সোনালী লালে,
যুগে যুগে ছিলো এমনি লেখা
সোনার বাঙলার ভালে !!