ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | পাখিদের শরৎকাল

পাখিদের শরৎকাল

461

______ফিরোজা সামাদ______

সবুজ টিয়া লাল ঠোঁটে বলছে শরত এখন,
বুলবুলি টুনটুনির মুখে চলছে ভাদ্রের কথন !!

ঝগড়া করে কাটছে বেলা কিচিরমিচির জ্বালা,
ঘুঘুপাখি গাঙচিল বক তর্কে মিলায় গলা !!

বলে ভাদ্রে তাল পাঁকে অার ঝরে পড়ে নিজে,
ভোরবেলা ও যখন তখন তাল কুড়াতে ভিজে !!

গাঙচিল ও শালিক বলে নদীর তীরে অাছে,
মাথায় দিয়ে সাদা পালক কাশফুলেরা নাচে !!

নীল অাকাশে ভেসে চলে সাদা মেঘের মেয়ে,
মন অানন্দে দোলনায় দোলে বৃষ্টির পরশ পেয়ে !!

শালিক ময়না বুলবুল টিয়া বক ও ঘুঘু বলে ,
এখন হলো শরত ঋতু ভাদ্র অাশ্বিন মিলে !!

বৃষ্টি পড়ে রোদের মাঝে দেখতে যে রুপালি,
শরত হলো ঋতুর রানী নীল সাদায় মিশালি !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!