এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার মেয়ে ফাবিহা বুশরা ‘হান্টলে শলার অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। তিনি কানাডার কার্লটন বিশ্ববিদ্যালয়ে অর্থর্নীতি বিভাগে পড়াশোনা করছেন। অর্থনীতি বিষয়ে সবচেয়ে ভাল গবেষণা পত্রের জন্য তিনি ২০১৯ সালের এই পদক লাভ করেন। অর্থনীতি বিভাগের প্রধানের সুপারিশক্রমে গ্র্যাজুয়েট এবং পোস্ট ডক্টরাল বিষয়ক ডিন প্রতি বছর মেধাবী গ্র্যাজুয়েট ছাত্র-ছাত্রীদের মাঝে এ পদক প্রদান করে। বুশরা ২০১৯ সাল থেকে শুরু হওয়া অর্থনীতিতে পিএইচডি কর্মসূচিতে অন্তর্ভুক্ত হন।
উল্লেখ্য, বুশরা লোহাগাড়া উপজেলার কৃতিসন্তান প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন ও আসিফা বেগম চৌধুরীর ছোট মেয়ে।
