এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া মালপুকুরিয়া এলাকা থেকে আজ ২৩ নভেম্বর শুক্রবার সকালে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার এসআই লিটন চন্দ্র সিংহ।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। নিহত যুবকের আনুমানিক বয়স ২৮ বছর ও রোগাক্রান্ত ছিল। সুরতহাল শেষে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে লাশ হস্থান্তর করা হয়েছে। এ ব্যাপারে লোহাগাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়দের তথ্য মতে তিনি আরো জানান, নিহত যুবক মানসিক প্রতিবন্ধী ছিল। গত ৩/৪ দিন যাবৎ ওই এলাকায় ঘুরাঘুরি করতে দেখা গেছে। ঘটনারদিন সকালে ওই যুবক মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখে এবং স্থানীয়রা সে মৃত নিশ্চিত হয়ে পুলিশকে খবর দেয়।
বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জোনাইদ সাংবাদিকদের জানান, গত কয়েকদিন যাবৎ ওই যুবক এলাকায় এসেছে। রোগাক্রান্ত ও অনাহারে শুক্রবার ভোরে সে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। ওই যুবকের পরিচয় না পাওয়ায় পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে।