Home | দেশ-বিদেশের সংবাদ | নিহত পাইলটের গ্রামের বাড়িতে শোকের ছায়া

নিহত পাইলটের গ্রামের বাড়িতে শোকের ছায়া

Pailot-Arif

নিউজ ডেক্স : টাঙ্গাইলের মধুপুরে বিমান বাহিনীর প্রশিক্ষণের সময় এফ-৭ বিজি জেট ফাইটার বিধ্বস্ত বিমানের নিহত পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপুর বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার শেরশাহ রোডে। তিনি ঈশ্বরদী উপজেলার মৃত আলতাফ হোসেন বিশ্বাসের একমাত্র পুত্র এবং পাবনার স্বনামধন্য শিক্ষাবিদ উপাধ্যক্ষ মনোয়ার হোসেন জাহেদীর জামাতা। আরিফের মৃত্যুর খবর পেয়ে তার মা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। নিহত আরিফের চাচাতো ভাই আব্দুল লতিফ এ তথ্য জানান।

তিনি বলেন, সামরিক বাহিনীর আনুষ্ঠানিকতা শেষে আরিফের মরদেহ ঈশ্বরদীর জগন্নাথ পুর গোরস্তানে দাফন করা হবে।

এদিকে, আরিফের মৃত্যুর খবরে পাবনায় সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি শিবজিত নাগ, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, ডায়াবেটিক সমিতি সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম ও সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!