
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ইউনিয়নগুলো হল যথাক্রমে বড়হাতিয়া, পদুয়া, চরম্বা, কলাউজান, পুটিবিলা ও চুনতি।
নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও যুগ্মসচিব (সিসি) এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, ৪র্থ ধাপের ৮৪০টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন এবং ৩টি পৌরসভার সাধারণ নির্বাচনের তফসিল নির্ধারণ করা হয়। অনুষ্ঠিতব্য নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৫ নভেম্বর, দাখিলকৃত মনোনয়নপত্র বাচাইয়ের তারিখ ২৯ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর ও ভোটগ্রহণের তারিখ ২৩ ডিসেম্বর।
