এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও দৈনিক পূর্বদেশ প্রতিনিধি এম সাইফুল্লাহ চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে নগরীর আবু হুরায়রা মাদ্রাসার হল রুমে উপজেলার আমিরাবাদ মল্লিক ছোবহান এলাকার সামাজিক সংগঠন সিরাতুল মুস্তাকীমের পক্ষ থেকে এই সংবর্ধনা দেয় হয়।
সংগঠনের সভাপতি মো. তৗহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আবদুল বাকী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সেলিম উল্লাহ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি এম সাইফুর রহমান, অর্থ সম্পাদক আবু মনছুর মোহাম্মদ নোমান, সাংগঠনিক সম্পাদক এম আরিফুল্লাহ চৌধুরী, গণশিক্ষা ও পাঠাগার সম্পাদক জুলফিকার আলী চৌধুরী আনিছ, দপ্তর সম্পাদক এম জাহাঙ্গীর চৌধুরী, প্রচার সম্পাদক মোহাম্মদ নোমান চৌধুরী ও ক্রিড়া ও সংস্কৃতিক সম্পাদক মো. আলমগীর প্রমুখ।
সংবর্ধিত অতিথি এম সাইফুল্লাহ চৌধুরী বলেন, আপনারা আমার মত নগণ্য ব্যক্তিকে সংবর্ধিত করে যে সম্মান দেখিয়েছেন তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় ও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে যে কোন সামাজিক ও উন্নয়নমূলক কাজে লোহাগাড়া প্রেস ক্লাবের সকল নেতৃবৃন্দ সবসময় পাশে থাকবে।