এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার সন্তান ড. মো. মহিউদ্দিন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন হয়েছেন। রোববার (১০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা যায়।
জানা যায়, ড. মো. মহিউদ্দিন ১৯৯৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডার পদে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট আরডিসি, এনডিসি ও ইউএনও পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, তথ্য ও সম্প্রচার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
ড. মো. মহিউদ্দিন উপজেলার পদুয়া ইউনিয়নের মাওলানা জালাল আহমেদ ও উম্মে কুলসুম দম্পতির দ্বিতীয় পুত্র। ড. মো. মহিউদ্দিন মাইক্রোফাইন্যান্সে পিএইচডি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিভাগে বি.কম (সম্মান) প্রথম শ্রেণি ও এম.কম প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।
এছাড়া অস্ট্রেলিয়ার ম্যাকোয়ারি বিশ্ববিদ্যালয় ও থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পেশাগত উন্নয়ন ও জনসেবা ব্যবস্থাপনায় প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ১৯৮১ সালে পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। ড. মহিউদ্দিন সচিব পদে উদোন্নতি পাওয়ায় পদুয়া এসসিএম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।