Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সচেতনতামূলক সভা

লোহাগাড়ায় হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সচেতনতামূলক সভা

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে ও বন্যহাতি রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণামূলক লিফলেট বিতরণ, পথসভা, উঠান বৈঠক ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের সহ-ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে হাতি বিষয়ক সুরক্ষা দল-২ এর উদ্যোগে এ জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক মো. দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নুর জাহান, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. গাজী বাহার উদ্দিন ও চুনতি অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা আরিফুর রহমান।

বক্তারা বলেন, হাতি প্রকৃতির বন্ধু। হাতি পরিবেশের ভারসাম্য বজায় রেখে বন টিকিয়ে রাখতে সহযোগিতা করে। কৃষি জমির চারপাশে যেন বৈদ্যুতিক তারের ফাঁদ ও অবৈধ বৈদ্যুতিক সংযোগ না থাকে সেজন্য বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এছাড়া হাতির আক্রমণে মৃত্যু, আহত কিংবা ক্ষেত-ফসলের ক্ষয়ক্ষতি হলে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনের জন্য সকল দিকনির্দেশনা মেনে চলার আহবান জানান বক্তারা।

এ সময় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ ও চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের বিভিন্ন বিটের বিট কর্মকর্তা, স্টাফ, অভয়ারণ্য রেঞ্জের সিপিজি ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!