এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় সেনাবাহিনীর নাম ভাঙ্গিয়ে প্রতারণার অভিযোগে মো. ইকবাল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাকে থানায় সোপর্দ করা হয়। গ্রেপ্তার ইকবাল উপজেলার চুনতি ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের কাঠালিয়া পাড়ার আবদুল আজিজের পুত্র।
![](https://i0.wp.com/lohagaranews24.com/wp-content/uploads/2020/08/biman-ad.png?fit=620%2C134)
জানা যায়, একইদিন দুপুর ২টার দিকে একাধিকজন ভূক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ইকবালকে লোহাগাড়া সেনা ক্যাম্পে ডাকা হয়। জিজ্ঞাসাবাদে প্রথমে সে প্রতারণার অভিযোগ অস্বীকার করেন। পরবর্তীতে ভূক্তভোগীদের সামনে আনলে প্রতারণা করার বিষয়টি স্বীকার করেন। এরপর সেনাবাহিনীকে দেয়ার নামে ভূক্তভোগীদের কাছ থেকে নেয়া অর্থ ফেরত দেয়ার ব্যবস্থা করে প্রতারক ইকবালকে থানায় সোপর্দ করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, প্রতারক ইকবালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। রোববার (১৫ ডিসেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।