এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় নিরাপদ মহাসড়ক ও দূর্ঘটনা রোধকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার পদুয়া তেওয়ারিহাট চত্বরে দোহাজারি হাইওয়ে থানা পুলিশের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খাঁন প্রধান অতিথি ও দোহাজারি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম জাকারিয়ার সভাপতিত্বে ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. এহেছানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী েেসক্রেটারি মাওলানা আবুল কালাম, উপজেলা বিএনপির সদস্য আবুল হাসেম, পদুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা হামিদুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পদুয়া ইউনিয়নের প্রধান উপদেষ্টা চৌধুরী মো. ছালেহ, ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার, কাজি মুহাম্মদ জসিম উদ্দিন ও লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সোহেল, ইউনিয়ন যুবদল নেতা দেলোয়ার হোসেন, শ্রমিক দল নেতা খোরশেদ আলম সিকদার, নাজিম উদ্দিন, মনির আহমদ ও আবদুল হামিদ প্রমুখ।
সভায় বক্তারা, ২০১৮ সালের সড়ক পরিবহন আইন মেনে চলার আহবান জানান। এছাড়া যানজট নিরসনে সকলের সহযোগিতা কামনা করেন।