এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেছে সবজি বোঝাই একটি মিনিট্রাক। শনিবার (২ নভেম্বর) রাত পৌনে ১১টার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সদর ইউনিয়নের ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পাশে এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি সবজি বোঝাই একটি মিনিট্রাক নিয়ন্ত্রণে হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। তবে দূর্ঘটনায় গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। সবজি বোঝাই ট্রাকটি চকরিয়া থেকে চট্টগ্রাম নগরীর উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানা গেছে।
দোহাজারী হাইওয়ে থানার টহল পুলিশের কর্মকর্তা জানান, দূর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।