এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হারুনুর রশিদ (৫৫) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে সদর ইউনিয়নের উজিরভিটা এলাকায় কেবিএম নামে এক ইটভাটায় এই ঘটনা ঘটে। নিহত হারুনুর রশিদ একই উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাদুর পাড়ার মৃত হাসমত উল্লাহর পুত্র।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, কেবিএম ইটভাটাটি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মালিকানাধীন। সেখানে দীর্ঘদিন যাবত চাকুরী করে আসছেন হারুনুর রশিদ। ঘটনারদিন ভাটা থেকে ইট পরিবহণের জন্য ট্রাক যায়। এ সময় ট্রাকটি পেছনের দিকে চালিয়ে ঘুরানোর সময় অসাবধানতা বশত: চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান ওই শ্রমিক। এদিকে রাত ১১টার দিকে খবর ফেলে পুলিশ ঘটনাস্থলে যান।
অপরদিকে, একটি মহল বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত শ্রমিকের মরদেহ ঘটনাস্থলেই রয়েছে বলে জানা গেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।