এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার বড়হাতিয়ায় খুনসহ ৪ মামলায় পরোয়ানাভূক্ত পলাতক আসামী মো. নোমানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ নভেম্বর) রাতে ইউনিয়নের তৈয়বের পাড়ার ইটভাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নোমান একই এলাকার আবদুল হামিদ প্রকাশ বালাই হাফেজের পুত্র।
পুলিশ জানায়, গ্রেপ্তার নোমানের বিরুদ্ধে ২টি খুন, ১টি অস্ত্র ও ১টি মারামারি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার এড়াতে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, বুধবার (২ নভেম্বর) সকালে খুনসহ ৪ মামলায় পরোয়ানাভূক্ত আসামী নোমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।