ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | যুবদল নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী কচি’র ইন্তেকাল

যুবদল নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী কচি’র ইন্তেকাল

305

এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী কচি (৫২) আজ ১৪ ডিসেম্বর শুক্রবার দুপুর ১টায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি……রাজেউন)।

তিনি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ মল্লিক ছোবহান হাজির পাড়ার মৃত আবদুল হোসেন চৌধুরীর পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখেছেন।

একইদিন রাত ৯টায় স্থানীয় হাজির পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে প্রকাশ।

জানা যায়, আজ দুপুরে হঠাৎ বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের লোকজন তাঁকে তাৎক্ষণিকভাবে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীর আলম চৌধুরী কচি’র মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

যুবদল নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী কচি’র মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমাবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!