____ফিরেজা সামাদ____
রূপোয় মোড়ানো সোনার ঝাঁপিতে
অাটকে রেখেছি মৌন ভালোবাসা
নিঃসঙ্গ ভালোলাগা অার কিছু
বিমূর্ত স্বর্নালি সন্ধ্যা !!
প্রতিদিন একবার খুলে দেখি
কেউ চুরি করে নেয়নি তো ?
চোখের জলে অাঁকা ছবি ঠাঁই নেয়
বেদনায় বোনা হৃদয়ের ক্যানভাসে !!
রোদের অালো কেড়ে নেয় মেঘের ভেলা,
জোনাকি রাশি রাশি হাসি হয়ে ফোটে
অাঁধারিতে ঢাকা অাঙিনায়,
সুদূরের কোনো প্রান্তরে বাঁশি বাজিয়ে
যায় অানমনা পথিক !!
সরোবরের স্বচ্ছ জলে শাপলা ফোটে
নিশিদিন অবিরত,
তারপরেও ভুল ভালোবাসা নিয়ে যায়
পথের পরে পথ হারানো অন্য কোনো
অচেনা ঠিকানায় ভুল করেই
যেথা থেকে যায়না ফেরা কখনো !!