ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ব্যর্থতার দায়ে পদত্যাগ করতে চান রাহুল গান্ধী

ব্যর্থতার দায়ে পদত্যাগ করতে চান রাহুল গান্ধী

rahul-Gandhi

নিউজ ডেক্স : ভারতের লোকসভার নির্বাচনে ফলাফল প্রকাশ হতেই দেশজুড়ে গেরুয়া ঝড়। ৩০০টিরও বেশি আসন পেয়ে ফের ক্ষমতায় বসতে চলেছেন নরেন্দ্র মোদী। দলের ভরাডুবির পর কংগ্রেস প্রধানের পদ থেকে পদত্যাগ করতে চান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের আমেথিতে গান্ধী পরিবারের ঐতিহ্যবাহী আসনে হেরে যাওয়া রাহুল দলটির জ্যেষ্ঠ নেতাদের কাছে এই প্রস্তাব করেন।

ইন্ডিয়া টিভি বলছে, দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধীসহ জ্যেষ্ঠ নেতাদের কাছে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন রাহুল গান্ধী। জরুরি এক বৈঠকে নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পুরো দায় নিয়ে সভাপতির পদ থেকে পদত্যাগের ওই প্রস্তাব দেন তিনি।

রাহুল গান্ধীর পদত্যাগের প্রস্তাবের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দলটির মুখপাত্র রণদ্বীপ সিং সুরেজওয়ালা। তবে ওই সূত্র বলছে, রাহুল গান্ধীর পদত্যাগের প্রস্তাবের ব্যাপারে আলোচনা করতে চলতি সপ্তাহেই আলোচনায় বসবেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যরা।

এদিকে, নির্বাচনের বেসরকারি ফলাফলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে থাকায় সন্ধ্যায় ১০ মিনিটের এক সংবাদ সম্মেলন করেন রাহুল গান্ধী। সেখানে তিনি নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের মানুষের স্বার্থ প্রধানমন্ত্রী ভালোভাবে দেখাশোনা করবেন বলে প্রত্যাশা করছি।

ভারতের ৫৪২ আসনের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৪২ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৯১ আসন। বিজেপি একাই ৩০০’র বেশি আসনে জয় পেতে যাচ্ছে। এর আগে ২০১৪ সালে বিজেপি ২৮২ আসনে জয় পেয়েছিল, জোটসঙ্গীদের নিয়ে দলটির আসন দাঁড়িয়েছিল ৩৩৬।

সূত্র : ইন্ডিয়া টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!