ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | বিকাশ এজেন্টদের সাথে সাতকানিয়া থানা প্রশাসনের মতবিনিময়

বিকাশ এজেন্টদের সাথে সাতকানিয়া থানা প্রশাসনের মতবিনিময়

19024887_321278204978473_8732565376373526457_o

নিউজ ডেক্স : সাতকানিয়ার থানা প্রশাসনের উদ্যোগে ১০ জুন শনিবার সকাল সাড়ে ১১টার সময় বিকাশ এজেন্ট ও পরিবেশকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার কেরানীহাট এলাকায় সাতকানিয়া রিসোর্ট কমিউনিটি সেন্টারে সাতকানিয়া থানা এ মতবিনিময় সভার আয়োজন করে। সম্প্রতি সময়ে জঙ্গি তৎপরতা, অপহরনসহ নানাবিধ অপরাধ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সংঘঠিত হওয়ায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে এ আয়োজন বলে সংশ্লিষ্টরা জানান।

থানার সেকেন্ড অফিসার এসআই সিরাজুল ইসলামের সঞ্চালনায় ও বিকাল পরিবেশক রবিউল হাসান ওরফে খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উননবী খোকন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক জাহাঙ্গীর আলম, মামুন মুহাম্মদ, সুকান্ত বিকাল ধর, মো. জাহেদ হোসাইন, মোঃ নাজিম উদ্দিন, বিকাশ ম্যানেজার তৌহিদুল ইসলাম, বিকাশ এজেন্ট মাহমুদুল নবী, মো. মহিউদ্দিন, আবুল কালাম ও মোহাম্মদ আইয়ুব প্রমুখ। মতবিনিময় সভায় থানা প্রশাসন সকল বিকাশ এজেন্ট ও পরিবেশকদের সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, অপহরনের মত অপরাধ দমনে কোন ব্যক্তি কিংবা সংগঠেেনর অস্বাভাবিক লেনদেন দেখলে সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!