নিউজ ডেক্স : সিএনজি চালিত অটোরিকশার চাপায় মো. এনাম (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
এনাম একই এলাকার জহিরুল ইসলামের ছেলে ও শেখেরখীল সরকার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন হীরা জানান, সিএনজি অটোরিকশার চাপায় এক স্কুলছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে। পরে স্থানীয় লোকজন সিএনজিচালককে ধরে পিটুনি দেন।
ময়নাতদন্ত ছাড়াই স্কুলছাত্রের মরদেহ পরিবারকে হস্তান্তর করা হচ্ছে বলেও জানান ওসি।