Home | ফটোফিচার | পিতা হত্যার বিচারের দাবীতে দুই শিশুকন্যা

পিতা হত্যার বিচারের দাবীতে দুই শিশুকন্যা

পিতার খুনিদের দ্রুত প্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে নিহত ব্যবসায়ীর দুই শিশুকন্যা লাবিবা মকসুরাত (১২) ও রাকিকাত মসুরাত (৬)।

শনিবার (৮ জানুয়ারি) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি বাজারে ‘চুনতি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে উপস্থিত হয়ে এ দাবী জানায় শিশুকন্যারা।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি রাতে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হাইস্কুল সড়ক এলাকার বাসা থেকে ফোনে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ী লতিফ উল্লাহকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা লুট করে দুর্বৃত্তরা।

ব্যবসায়ী লতিফ উল্লাহ লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সূফি মিয়াজি পাড়ার মৃত ইলিয়াস সওদাগরের পুত্র। সে চুনতি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৫ সালের ছাত্র ছিলেন। ছবি ও প্রতিবেদন এলনিউজ২৪ডটকম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!