Home | দেশ-বিদেশের সংবাদ | থানা হাজতে যুবকের আত্মহত্যা

থানা হাজতে যুবকের আত্মহত্যা

ctg-police-131076

নিউজ ডেক্স : চট্টগ্রামের পাঁচলাইশ থানা হাজতে এক যুবক আত্মহত্যা করেছেন।  থানায় আত্মহত্যা চেষ্টার পর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা  যান। নিহত যুবকের নাম সাইফুল ইসলাম (২৭)।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে সাইফুলকে নগরীর মুরাদপুর এলাকায় ছিনতাইকালে স্থানীয়রা ধরে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথম দফায় হাসপাতালে ভর্তি করে।

প্রাথমিক চিকিৎসার পর বেলা সাড়ে ১২টার দিকে তাকে থানা হাজতে আনা হয়। এর আধাঘণ্টা পরে থানা হাজতের গ্রিলের সঙ্গে কম্বল পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।  তাকে আত্মহত্যা করতে দেখে থানায় দায়িত্বরত পুলিশ সদস্যরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল মারা  যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!