ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | সাতকানিয়ার দুইজনসহ চট্টগ্রামের আরো ৫ জন করোনায় আক্রান্ত

সাতকানিয়ার দুইজনসহ চট্টগ্রামের আরো ৫ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেক্স : সাতকানিয়ার দুইজনসহ চট্টগ্রামে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪ জনে।

রোববার (১২ এপ্রিল) ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৯৬ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রামের পাঁচজনসহ মোট সাতজনের করোনা পজেটিভ পাওয়া যায়। একজন পুরনো রোগী, আক্রান্ত অপরজনের বাড়ি লক্ষ্মীপুর। নতুন আক্রান্ত ছয়জনের মধ্যে একজন শিশুও রয়েছে।

রাত ৯টার দিকে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি বলেন, ‘নতুন যে ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে লক্ষ্মীপুরের একজন ছাড়া বাকি পাঁচজনের একজন চট্টগ্রাম নগরে দামপাড়া এলাকার, একজন ফৌজদারহাট এলাকার, দুজন সাতকানিয়ার ও একজন পটিয়ার। এখন ঠিকানা নিয়ে বাড়ি লকডাউন করে কাজ শুরু করবে জেলা প্রশাসন ও স্থানীয় থানা পুলিশ।

এর আগে নয়জন করোনা রোগী শনাক্ত হলে চট্টগ্রামের সাতকানিয়ার একটি গ্রাম, জেলার ২৪টি বাড়ি ও একটি ব্যাংক লকডাউন করা হয়। এছাড়া বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টাইনে আছেন প্রায় সাড়ে ৪ হাজার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!