Home | সাহিত্য পাতা | ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি’র ৩টি কবিতা

ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি’র ৩টি কবিতা

488

সাতরঙা স্মৃতি

আজকাল অন্য অনুভূতিতে থাকো
দেখা পাইনা সহজে
সুনসান নীরব হয়ে
রাত্রি ঘুমিয়ে গেলেও
অপেক্ষারা ঘুমোয় না কিছুতে।
জানালার আকাশ থাকে খোলা
প্রতিবিম্বিত হয় তোমার ছায়ামুখ
প্রতিসরণে সাতরঙা স্মৃতির বিচ্ছুরণ
রাতের কামিনীরা ঝড়ে পড়ে অভিমানে।
মাতাল গায়ের গন্ধ আসে
কামুক ঠোঁটের ছোঁয়া ভাসে
ঘুমপাড়ানি গান গেয়ে গেলেও
স্মৃতিরা ঘুমোয় না কিছুতে!

———————————————

জল-গন্ধ

জলের গন্ধ পেতে
জলে ডুবিয়েছি হাত
জলজ ঘাসে গড়াগড়ি দিয়ে
প্রতীক্ষায় থেকেছি গভীরতম বর্ষার
দৌড়ে পেরিয়েছি সমুদ্র-বিস্তৃত বিল
পদ্মপাতায় জমা টলমলে জলে
সাজিয়েছি কপালের ফুলেল টিপ
কেবল তোমার কাছেই পাতা হয়নি হাত
এতো বেশি জল-গন্ধময় তুমি!

———————————————

সন্ধান

রক্তগোলাপের বাগানে চন্দ্রবোড়া সাপ
নীল উপত্যকায় সঞ্চিত অসহিষ্ণুতা,
রাত্রির নিস্তব্ধতা ভেঙে প্রহরী সেজে
কড়া নাড়ছে বিপর্যয়ের মুহূর্তগুলো
বাষ্পাকুল চোখে বিকাশমান কণার
সন্ধান করে ফিরি চুপিচুপি জন্মলাভে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!