
নিউজ ডেক্স: নগরের উত্তরা আবাসিক এলাকা থেকে হালিশহর থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ।
বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন একটি ঝোপের মধ্যে থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

সিএমপি গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের উপ পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মুহাম্মদ আলী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা আবাসিক এলাকার একটি মসজিদ সংলগ্ন একটি ঝোপের মধ্যে থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। হালিশহর থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া পিস্তলের মধ্যে এটি একটি। পিস্তল উদ্ধারের ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner