এলনিউজ২৪ডটকম : ৩১ মার্চ রবিবার অনুষ্টিত লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী জিয়াউল হক চৌধুরী বাবুল (আনারস)। তাঁর প্রাপ্তভোট ৩৪ হাজার ৩৩৭। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি খোরশেদ আলম চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৫৬০ ভোট।
লোহাগাড়ার ৯ ইউনিয়নে ১ লাখ ৯০ হাজার ৪৭২ জন ভোটার রয়েছে। শতকরা ৩৩ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানা গেছে। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।