ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ছাত্রলীগের পদবঞ্চিতদের ওপর হামলা

ছাত্রলীগের পদবঞ্চিতদের ওপর হামলা

du

নিউজ ডেক্স : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের পদবঞ্চিতদের ওপর হামলা চালিয়েছে সংগঠনটির একাংশ। এতে নারীনেত্রীসহ অনন্ত ১৫ জন আহত হন।

আহতদের মেডিকেল সেন্টারে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পদ বঞ্চিতদের অভিযোগ কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অনুসারীরা তাদের ওপর হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জনান, ইফতারের পর সন্ধ্যা ৭টার দিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে যান পদ বঞ্চিতরা। এ সময় তারা মধুর ক্যান্টিনের পশ্চিম-উত্তর পাশে টেবিল সাটিয়ে সংবাদ সম্মেলন শুরুর অপেক্ষায় থাকেন। পদ বঞ্চিতরা যখন অপেক্ষা করছিলেন তখন পদপ্রাপ্তরা অন্যদিক থেকে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে উত্তেজিত করার চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে পৌনে ৮টার দিকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে পদবঞ্চিতদের ওপর হামলা চালায় শোভন-রাব্বানীর অনুসারীরা। চেয়ার ছুড়াছুড়ি করে উভয়পক্ষ। শোভন-রাব্বানীর অনুসারীদের হামলায় নারী নেত্রীসহ কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের মেডিকেল সেন্টারে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

আহতদের মধ্যে রয়েছে- কেন্দ্রীয় কমিটির সাবেক উপ অর্থ সম্পাদক তিলোত্তমা শিকদার, রোকেয়া হলের সভাপতি বিএম লিপি আক্তার, শামসুন্নাহার হলের সভাপতি জেসমিন শান্তা, মৈত্রী হলের সাধারণ সম্পাদক শ্রাবণী শায়লাসহ অনেকে।

মধু ক্যান্টিনে হামলার পরে ক্যান্টিনের বাইরে অবস্থান নিলে সেখানেও চেয়ার নিয়ে পদবঞ্চিতদের মারা হয়। পরে শোভন-রাব্বানীর অনুসারীরা মধুর ক্যান্টিন নিজেদের দখলে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!