ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চেকপোস্টের নজর এড়িয়ে দেশব্যাপী ছড়াচ্ছে রোহিঙ্গারা

চেকপোস্টের নজর এড়িয়ে দেশব্যাপী ছড়াচ্ছে রোহিঙ্গারা

image-53164

নিউজ ডেক্স : মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা চেকপোস্টের নজর এড়িয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। স্থানীয়দের সাথে মিশে যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজার জেলা সদরসহ দেশের বিভিন্নস্থানে ছড়িয়ে পড়ছে তারা।
রোহিঙ্গাদের একটি নির্ধারিত স্থানে রাখতে এবং উখিয়া-টেকনাফের বাইরে যাতে ছড়িয়ে পড়তে না পারে কক্সবাজার জেলাসহ বৃহত্তর চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক-উপসড়কে প্রায় ১৩৮টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। কিন্তু এসব তল্লাশি চেকপোস্টে দায়িত্ব পালনকারী পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের অধিকাংশই বৃহত্তর চট্টগ্রামের বাসিন্দা না হওয়ায় তারা স্থানীয়দের সাথে রোহিঙ্গাদের আলাদা করতে খুবই হিমশিম খাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এই সুযোগে পরিচয় গোপন করে রোহিঙ্গারা উখিয়া-টেকনাফের ক্যাম্পের বাইরে ছড়িয়ে পড়ছে। আর এ কারণে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর টিমে কক্সবাজার অঞ্চলের বাসিন্দাদের অর্ন্তভুক্ত করারও আহবান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
কক্সবাজার শহরতলীর বাস টার্মিনাল এলাকায় স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নতুন আসা কয়েকশ রোহিঙ্গা ইতোমধ্যে স্থানীয়দের সাথে মিশে গেছে। এখানে আগে থেকে অবস্থানকারী রোহিঙ্গা পরিবারেই ঠাঁই নিয়েছে তারা। একই অবস্থা কক্সবাজার শহরের নুনিয়াছড়া, নাজিরারটেক ও পাহাড়তলী এলাকায়। এছাড়া শহরের কলাতলীতেও ঠাঁই নিয়েছে অনেকে। এ বিষয়ে তাদের প্রশ্ন করা হলে উল্টো স্থানীয়রা ধমকের শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুধু কক্সবাজার শহর ও শহরতলী নয়, সদরের খুরুশকুল, ভারুয়াখালী, রশিদনগর, ঈদগাঁও, রামুর জোয়ারিয়ানালা, গর্জনীয়া, রাজারকুল, কাউয়ারখোপ, ঈদগড়, চকরিয়ার খুটাখালী, ডুলাহাজারা, ফাঁসিয়াখালী, বরইতলী, হারবাং, পেকুয়া, লামার আজিজনগরসহ দেশের অন্যান্য স্থানে ইতোমধ্যে অর্ধলক্ষাধিক রোহিঙ্গা পরিচয় গোপন করে লুকিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, গত ২৫ আগস্ট মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর সহিংসতা শুরুর পর এ পর্যন্ত প্রায় সাড়ে ৬ লাখ রোহিঙ্গা পালিয়ে এসেছে বাংলাদেশে। তাদের একটি নির্ধারিত স্থানে রাখতে এবং উখিয়া-টেকনাফের বাইরে ছড়িয়ে পড়া রুখতে ইতোমধ্যে কক্সবাজার জেলার গুরুত্বপূর্ণ স্থানে ১৫টি তল্লাশি চেকপোস্টসহ বৃহত্তর চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক-উপসড়কে ১৩৮টি চেকপোস্ট স্থাপন করা হলেও এসব চেকপোস্টে দায়িত্বরত সদস্যদের অধিকাংশই বৃহত্তর চট্টগ্রামের বাসিন্দা না হওয়ায় তারা স্থানীয় ও রোহিঙ্গাদের আলাদা করতে পারছেন না। যদিও অধিকাংশ রোহিঙ্গাকেই তারা চিহ্নিত করতে সক্ষম হচ্ছেন। তবে চতুর রোহিঙ্গারা ঠিকই কৌশল অবলম্বন করে তল্লাশি চেকপোস্ট পার হয়ে কক্সবাজার শহরসহ দেশের বিভিন্নস্থানে ছড়িয়ে পড়ছে।
রোহিঙ্গাদের ভাষার সঙ্গে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার মিল থাকলেও তাদের নিজস্ব একান্ত কিছু শব্দ রয়েছে। যে কারণে কক্সবাজার অঞ্চলের মানুষ রোহিঙ্গাদের সাথে কথা বলে সহজেই তাদের চিহ্নিত করতে পারেন। কিন্তু এ সূক্ষ্ম পার্থক্যগুলো অন্য এলাকার মানুষের পক্ষে চিহ্নিত করা সহজ নয়। ফলে তল্লাশি চেকপোস্টের দায়িত্বে পুলিশ ও নিরাপত্তাবাহিনীর কক্সবাজার অঞ্চলের সদস্যদের নিয়োগ দেওয়া উচিৎ বলে মনে করছেন এলাকার সচেতন মহল।
এ বিষয়ে কক্সবাজারস্থ র‌্যাব-৭ ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন বলেন, ‘কক্সবাজার অঞ্চলে বেশ কিছুদিন ধরে দায়িত্ব পালন করছি। তবু ভাষা জটিলতার কারণে স্থানীয়দের কাছ থেকে রোহিঙ্গাদের আলাদা করা অনেকটা কঠিনই।’
কক্সবাজার সদর থানা পুলিশের ওসি রনজিত কুমার বড়ুয়াও মনে করেন, বৃহত্তর চট্টগ্রামের মানুষ রোহিঙ্গাদের সহজে চিনতে পারলেও অন্য এলাকার মানুষের পক্ষে তা অনেক কঠিন।
উখিয়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান বলেন, ‘অনেক রোহিঙ্গাই নির্ধারিত ক্যাম্প থেকে অন্যত্র পালানোর চেষ্টা করে। অনেকেই তল্লাশি ক্যাম্পে ধরা পড়ছে। আবার অনেকেই সুকৌশলে পার হয়ে যাচ্ছে -এমন খবরও আছে। আমরা চেষ্টা অব্যাহত রেখেছি তারা যেন কেউ সরকারের নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও বসবাস করতে না পারে।’
কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ‘রোহিঙ্গাদের চিহ্নিত করা স্থানীয়দের পক্ষে অনেক সহজ। তাই চেকপোস্টের দায়িত্বে পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যদের মধ্যে স্থানীয়দের রাখলে রোহিঙ্গা চিহ্নিতকরণ সহজ হবে।’ -সুপ্রভাত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!