নিউজ ডেক্স : বিভিন্ন সময় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যারা বহিষ্কারাদেশের আওতায় রয়েছে এবং ২০১৪-১৫ সেশন বা তার আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি হওয়া যেসব শিক্ষার্থীদের ছাত্রত্ব ইতিমধ্যে শেষ হয়েছে ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

এছাড়া বিভিন্ন সময় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যারা বহিষ্কারাদেশের আওতায় রয়েছে তাদেরকেও একই সময়ের মধ্যে হল ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হলো। নির্দিষ্ট সময়ের পর এ ধরনের কাওকে হলে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।