নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের সিটি গেটের অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস থেকে নামার সময় হেলপারের ধাক্কায় এক যাত্রীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সোমবার (২৭ আগস্ট) মহাসড়কের গ্ল্যাক্সো কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রী রেজাউল করিম রনির (২৮) বাড়ি নগরের আকবর শাহ থানার সিটি গেট এলাকায়।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘নগরে চলাচলকারী সিটি সার্ভিসের একটি বাস থেকে নামার সময় ছিটকে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়। ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী পালিয়ে যান। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ওই যাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। পরে তারা মহাসড়কে বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কে ও আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়। আমরা বাসটি জব্দ করেছি। চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে।