এলনিউজ২৪ডটকম: কুয়েতে স্ট্রোক করে ২১ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকে আমান উদ্দিন (৪৮) নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে সেখানকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আমান উদ্দিন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি সওদাগর পাড়ার আহমদ কবিরের পুত্র ও তিন সন্তানের জনক এবং পেশায় গাড়ি চালক।
নিহতের ফুফাতো ভাই মোস্তাক আহমদ জানান, তিন সপ্তাহ পূর্বে কুয়েতে কাজ শেষে রাতে ঘুমাতে যাবার সময় হঠাৎ বমি পর স্ট্রোক করে অজ্ঞান হয়ে যায়। রুমমেটরা তাকে উদ্ধার করে সেখানকার একটি হাসপাতালে নিয়ে যান।
সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মাথায় অপারেশনও করা হয়। এরপরও তার জ্ঞান ফিরে আসেনি। অবশেষে কুয়েত সময় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।
নিহত আমান উদ্দিনের মরদেহ সেখানে দাফন কিংবা দেশে আনার ব্যাপারে সব ধরণের সহযোগিতা করা হবে বলে জানান স্থানীয় ইউপি সদস্য।