নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় প্রাইভেট কার, মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শনিবার (২৩ সেপেটম্বর) দিবাগত রাত ২টার দিকে ‘দ্য কিং অব চিটাগং’ ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন প্রাইভেটকারের যাত্রী মো. ফারদিন (১৮) ও অটোরিকশার চালক মো. হানিফ (৪০)। ফারদিন নগরীর নাসিরাবাদ বাটাগলি এলাকার আবুল বশর মিলনের ছেলে ও হানিফ হালিশহরের ব্রিকফিল্ড এলাকার মো. মুস্তফার ছেলে।
![](https://i0.wp.com/lohagaranews24.com/wp-content/uploads/2020/08/biman-ad.png?fit=620%2C134)
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‘রাত দুইটার দিকে পাঁচলাইশ থানার বিপরীতে পাহাড়ের উপরে অবস্থিত দ্য কিং অব চিটাগং ক্লাব থেকে একটি নোহা মাইক্রোবাস নামছিল। একই সময় একটি প্রাইভেটকার সেখানে ঢুকছিল। আর অটো রিকশাটি ওই দুই গাড়ির পাশে ছিল। এ সময় ত্রিমুখী সংঘর্ষে দুইজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে উভয়েই মারা যান।’