Home | দেশ-বিদেশের সংবাদ | এলডিপির জাতীয় নির্বাহী কমিটির তালিকা প্রকাশ

এলডিপির জাতীয় নির্বাহী কমিটির তালিকা প্রকাশ

oliahmed-20191109212441

নিউজ ডেক্স : লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সংশোধিত জাতীয় নির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার পার্টির প্রেসিডেন্ট ডক্টর অলি আহমদ, বীর বিক্রম (অব.) স্বাক্ষরিত কমিটিতে মহাসচিব করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদকে।

নিম্নে কমিটির তালিকা প্রকাশ করা হলো।

প্রেসিডেন্ট- ড. অলি আহমদ, বীর বিক্রম, পি এইচ ডি।

প্রেসিডিয়াম সদস্য মন্ডলী (মোট ১৭ জন)

ড. রেদোয়ান আহমেদ (প্রাক্তন এমপি ও প্রতিমন্ত্রী)
মো. কামাল উদ্দিন মোস্তফা (প্রাক্তন প্রধান প্রকৌশলী, পি.ডব্লিডি.ডি)
মো. নুরুল আলম (প্রাক্তন এমপি)
মো. ইসমাইল হোসেন বেঙ্গল
কাউন্সিলের মাধ্যমে অথবা গঠনতন্ত্র অনুসরণ করে ৮টি পদ পরবর্তীতে পূরণ করা হবে।

ভাইস প্রেসিডেন্ট মন্ডলী (মোট ২১ জন)

ডক্টর নেয়ামুল বশির
মো. হামিদুর রহমান খান (প্রাক্তন ডিসি)
এডভোকেট চৌধুরী এ.এম খায়রুল কবির খান পাঠান
অ্যাডভোকেট কে কিউ ই সাকলায়েন
ডক্টর মো. শরীফ আব্দুল্লাহ হিল সাকী
ডক্টর মো. আব্দুল জলিল
সৈয়দ মাহামুদ মোরশেদ (ময়মনসিংহ)
মুরাদ হামিদ খান
সিরাজ হক সিরাজ (যুক্তরাজ্য)
জাফর আহমদ চৌধুরী, এম.এস.সি (কুয়েত)
মোকফার উদ্দিন চৌধুরী (মাহে আলম)

অবশিষ্ট ১০টি পদ কাউন্সিলের মাধ্যমে অথবা গঠনতন্ত্র অনুসরণ করে পরবর্তীতে পূরণ করা হবে।

উপদেষ্ঠা মণ্ডলী (মোট ২১ জন)

অধ্যাপক ডক্টর. এম এ গফুর, পিএইচডি- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ড. মো. আবু জাফর সিদ্দিকী
অধ্যক্ষ আবদুস সালাম
সহকারী অধ্যাপক ওমর ফারুক
অধ্যাপিকা মোছাঃ কারিমা খাতুন
অধ্যক্ষ আতিকুর রহমান
অধ্যাপক মো. দেলোয়ার হোসেন
সাইখুল কুরআন শাহ্ ওয়ালীউল্লাহ্ ফরহাদ
মিসেস মরিয়ম আক্তার লতা
মুরাদ হামিদ খান (মুন্সিগঞ্জ)

অবশিষ্ট ১১টি পদ কাউন্সিলের মাধ্যমে অথবা গঠনতন্ত্র অনুসরণ করে পরবর্তীতে পূরণ করা হবে।

মহাসচিব
ডক্টর রেদোয়ান আহমেদ (প্রাক্তন এমপি ও প্রতিমন্ত্রী)

যুগ্ম মহাসচিব (মোট ৭ জন)

প্রথম ২টি পদ কাউন্সিলের মাধ্যমে অথবা গঠনতন্ত্র অনুসরণ করে পরবর্তীতে পূরণ করা হবে।
অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, প্রাক্তন পিপি
ড. জহিরুল হক, পিএইচ ডি
এডভোকেট মো. মোকলেসুর রহমান
তমিজ উদ্দিন টিটু
আবদুর রউফ মামুন সরকার

দপ্তর সম্পাদক
কাজী মতিউর রহমান, এম.এস.সি
সহ দপ্তর সম্পাদক
(মোট ২ জন)
ওমর ফারুক সুমন
অবশিষ্ট পদটি পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে অথবা গঠনতন্ত্র অনুসরণ করে পূরণ করা হবে।

সাংগঠনিক সম্পাদক (মোট ৭ জন)
এ কে এম সামশুল হক
সাইদুর রহমান রূপা চৌধুরী
মো. মজিবর রহমান শাহীন
আবু সাঈদ
সালাউদ্দিন রাজ্জাক
এম. এ. বাশার

অবশিষ্ট পদটি পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে অথবা গঠনতন্ত্র অনুসরণ করে পূরণ করা হবে।

কোষাধ্যক্ষ
মোহাম্মদ মহসিন মিয়া

সহ সাংগঠনিক সম্পাদক
(মোট ৭ জন)
ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হোসেন
অ্যাডভোকেট মো. ইমরান খানরাজশাহী
নুর আলম সিদ্দিকী (পটুয়াখালী)
মো. সেলিমুজ্জামান নান্টু
অবশিষ্ট পদগুলি কাউন্সিলের মাধ্যমে অথবা গঠনতন্ত্র অনুসরণ করে পরবর্তীতে পূরণ করা হবে।

আইন বিষয়ক সম্পাদক
অ্যাডভোকেট আবুল হাশেম ভূঁইয়া
মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক
মো. শরীফ হোসেন
যুব বিষয়ক সম্পাদক
শফিউল বারী রাজু
মহিলা বিষয়ক সম্পাদক
অধ্যাপিকা তপতি রানী কর
প্রচার সম্পাদক
মো. বিল্লাল হোসেন মিয়াজী
সহ প্রচার সম্পাদক
মো. শাহজাহান মাদ্রাজী
কৃষি বিষয়ক সম্পাদক
গোলাম কিবরিয়া (কক্সবাজার)
স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক
মোহাম্মদ সামিউল বাশার
যুব মহিলা বিষয়ক সম্পাদক
ফাতেমা আক্তার ঝুমা
পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক
সাবিহা নূর উর্মি

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
(মোট ৩ জন)
ডা. ফজল-ই-আকবর চৌধুরী
অবশিষ্ট পদ ২টি কাউন্সিলের মাধ্যমে অথবা গঠনতন্ত্র অনুসরণ করে পরবর্তীতে পূরণ করা হবে।

প্রবাসী বিষয়ক সম্পাদক
(মোট ৩ জন)
আজিজুর রহমান (যুক্তরাজ্য)
অবশিষ্ট পদ ২টি কাউন্সিলের মাধ্যমে অথবা গঠনতন্ত্র অনুসরণ করে পরবর্তীতে পূরণ করা হবে।

ধর্ম বিষয়ক সম্পাদক
খন্দকার মোহাম্মদ মেহেদী হাসান
সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক
কিশোয়ার জাহান মুন্নী
ক্রীড়া বিষয়ক সম্পাদক
অ্যাডভোকেট বদরুল আলম জয়
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক
অধ্যাপিকা মোমেনা খন্দকার
শ্রম বিষয়ক সম্পাদক
দবিরুল ইসলাম
স্বনির্ভর বিষয়ক সম্পাদক
জাহাঙ্গীর রেজা চৌধুরী
গণশিক্ষা বিষয়ক সম্পাদক
সাহাদাত হোসেন মানিক
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক
মো. আফরোজ জামান (দিনাজপুর)
সমবায় ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক
প্রভাষক নুরুল হক বকুল
শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক
এম. এয়াকুব আলী
অর্থনৈতিক বিষয়ক সম্পাদক
শেখ মাহমুদ আলম
ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক
প্রভাষক কবির উদ্দিন
শিক্ষা বিষয়ক সম্পাদক
অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, এম.বি.এস

তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক (মোট ৪ জন)
অধ্যক্ষ আবুল কাশেম
অধ্যক্ষ মাহবুবুর রহমান
৩। মোহাম্মদ রুহুল আমীন
অবশিষ্ট পদটি কাউন্সিলের মাধ্যমে অথবা গঠনতন্ত্র অনুসরণ করে পরবর্তীতে পূরণ করা হবে।

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
ডা. হাসমত আলী
প্রকাশনা বিষয়ক সম্পাদক
মেহেদী হাসান মাহবুব
শিশু বিষয়ক সম্পাদক
মোসলিমা আক্তার লিমা
মুক্তিযোদ্ধা প্রজন্ম বিষয়ক সম্পাদক
শ্রী অসীম ঘোষ

সম্মানিত সদস্য- ১২৬ জন

এডভোকেট মো. নাসির উদ্দিন চৌধুরী।
এ জি এম শাহজাহান।
মোহাম্মদ হোসেন আলী বেপারী।
মো. মাহফুজুর রহমান খালেদ তুষার।
গোলাম জাকারিয়া।
সৈয়দ দিদারুল আলম।
সফি আহমদ খোকা।
ফজলুর রহমান আকন্দ।
মো. রেজাউলাহ লাবু।
মো. হারুণ।
শফিকুল ইসলাম শফি।
মো. শহিদ হোসেন শাহ।
আলী আজগর ইসলাম বাবু।
শেখ মাহামুদ আলম, এম.এ, এমবিএ।
ইসরাত আলম।
শেখ মাহাবুব রহমান।
শেখ মাহমুদ আলম।
লাভলী বেগম।
মিনারা সাকিক।
জাহেদ হোসাইন খসরু।
মো. আকতার হোসেন।
আকাশ হোসেন রনি।
মো. আবদুল করিম।
শ্রী সুধা রঞ্জন সরকার বিপ্লব।
মো. জাহাঙ্গীর মোল্লা।
মো. সানোয়ার হোসেন।
ইয়ার মো. মিঠু।
এফ এম আলমামুন।
জি এস লিটন।
মিজানুর রহমান।
মো. আবদুল মালেক।
মো. ফয়সাল আহাম্মেদ।
হারুনুর রশিদ।
এডভোকেট বদরুল আলম জয়।
মো. মঞ্জুর হোসেন খাঁন।
আনোয়ারুল ইসলাম আকাশ।
শ্রীমতি অপর্ণা পাল।
প্রভাষক মাসুম রানা পাটোয়ারী।
প্রভাষক মো. নাজমুল হোসাইন রাজু।
প্রভাষক মো. কামরুল হাসান।
প্রভাষক মো. রকিবুল হাসান।
নাজির হোসেন।
এস এম নিজামউদ্দিন।
মো. সাইফুল ইসলাম পাভেল।
মো. আবদুস সাত্তার।
মো. রাশেদুল হক।
এ. হক রুপু।
ইঞ্জিনিয়ার মোজাম্মেল হোসেন।
মালেকা বেগম।
আফিয়া রুম্মান (রিমি)।
রওশন আরা বেগম।
নাজমা আক্তার।
ফির্দা কার্নিজ কেয়া।
তাহমিনা হক।
নূরজাহান।
আলেয়া পারভীন।
নিলা আক্তার।
আনোয়ারা বেগম।
লিলি বেগম।
শিরিন আক্তার।
শাহিনা আক্তার।
রুমা আক্তার।
পারভীন আক্তার।
শামছুন্নাহার বেগম।
আনজুমান নিশি।
শারমিন আক্তার।
মমতাজ খাতুন।
মুশফিরাত মুনমুন।
রুমানা আক্তার রুমা।
তাহমিনা আক্তার।
নুরজাহান বেগম
মো. শোয়েব মিঞা।
এ এস এম শাখাওয়াতুল্লাহ।
সৃজন রায় চৌধুরী।

(জেলা সভাপতি পদাধিকার বলে জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে গণ্য হইবে, এখানে তাদের নাম উল্লেখ করা হয়নি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!