ব্রেকিং নিউজ
Home | শিক্ষাঙ্গন | সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

22519556_2083931791826267_8288214289520779854_n

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৫ জানুয়ারী বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুচছফা চৌধুরী। প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম (বার)।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কলামিস্ট মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ নুরুল ইসলাম, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রবীণ শিক্ষাবিদ মোস্তফিজুর রহমান, সাবেক প্রতিষ্টাতা প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহীম, বিদ্যালয়ের সাবেক হেড মাওলানা আহমদ সাঈদ, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আলহাজ্ব নুরুল কবির, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মদ খলিলুর রহমান, লোহাগাড়া সদর ইউপি সদস্য মোহাম্মদ মফিজুর রহমান, মোহাম্মদ আবদুস সবুর কন্ট্রাক্টর, মোহাম্মদ ফরিদুল আলম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু শংকর কর্মকার, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার মোহাম্মদ জয়নাল আবেদীন বিএসসি ও মাষ্টার সরওয়ার কামাল প্রকাশ খোকন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদেরকে সুশিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হবে। অর্জন করতে হবে মানবিক গুণাবলী। বিদ্যা শিক্ষা শেষে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার কাজে সকলকে আত্মনিয়োগ করার আহবান জানানো হয়েছে অনুষ্ঠানে। প্রধান অতিথির বক্তব্যে মোঃ শাহজাহান মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন।

সমাবেশ শেষে শিক্ষার্থীদের হাতে বার্ষিক পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!